এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু ৮, বিধানসভায় পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩১ জুলাই:- এখনও পর্যন্ত রাজ্যে ৪ হাজার ৪০১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত ৮ জনের। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পরিসংখ্যান দিয়েছেন। তিনি বলেন, এখনো পর্যন্ত বোর্ড গঠন না হওয়ার কারণে পঞ্চায়েত বলে ঠিক মতো কাজ করতে পারছে না। ডেঙ্গি মোকাবিলার কাজ ব্যাহত হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলির উদ্দেশে তিনি বলেন, টাকার দিকে না তাকিয়ে ডেঙ্গি রোগীদের চিকিৎসা করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ড কোনও হাসপাতাল নিতে অস্বীকার করলে তার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।

এদিকে, রাজ্যে ক্রমবর্ধমান ডেঙ্গু নিয়ে মুখ্যমন্ত্রীর জবাব ও আলোচনা চেয়ে বিধানসভায় দাবি তোলে বিজেপি। অধ্যক্ষ সেই দাবি খারিজ করে দিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা কক্ষত্যাগ করেন। বাইরে বেরিয়ে মশারি নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ডেঙ্গি নিয়ে প্রকৃত তথ্য় দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। কমপক্ষে ১০ লক্ষ আক্রান্ত। তাঁরা যথাযথ তথ্যের জন্যই আলোচনা চাইছেন। কিন্তু স্পিকার তা খারিজ করেন। সূত্রের খবর, এদিন ডেঙ্গু ইস্যুতে বিজেপির মশারি বিলির কর্মসূচিও রয়েছে।