হাওড়া, ৩০ জুলাই:- হাওড়ার উনসানিতে চাকা ফেটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে লরি ঢুকে গেলো চায়ের দোকানে। গুরুতর জখম ২। নিয়ন্ত্রণ হারিয়ে দুরন্ত গতিতে চায়ের দোকানে ঢুকে পড়ল একটি লরি। এই ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে হাওড়ার জগাছা উনসানির পোদোপাড়া হাই স্কুলের কাছে। জানা, গেছে লরির সামনের চাকা আচমকা ফেটে যায়। তাতেই ঘটে দুর্ঘটনা।
লরিটি দুরন্ত গতিতে চায়ের দোকান ভেঙে ভিতরে ঢুকে যায়। ভিতরে সে সময় চা খাচ্ছিলেন দু’জন। এই দুর্ঘটনায় তারা গুরুতর রকম হন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় লরির তলায় ঢুকে যায় দুটি মোটর বাইক। এখনো কেউ লরির তলায় আটকে আছেন কিনা তা জানা যায়নি। রবিবার ছুটির বিকেলে এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।