এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে ঠান্ডা পানীয় জলের মেশিন ভাঙলো দুষ্কৃতীরা।

প্রদীপ বসু, ২৯ জুলাই:- দুষ্কৃতি দ্বারা ঠান্ডা পানীয় জলের মেশিন ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল চাপদানিতে। চাপদানি পৌরসভার ৮ নং ওয়ার্ড এর ফেসুয়াবাগানে এলাকার কাউন্সিলার অরুন মিশ্র সাধারণ মানুষের জন্য ঠান্ডা জলের মেশিন বসিয়েছিলেন। এখান থেকে প্রচুর মানুষ পানীয় জল সংগ্রহ করত। প্রায় দু বছর বাদে শুক্রবার রাতে এই পানীয় জলের মেশিন ভেঙে দিল কিছু দুষ্কৃতি।

এই সামাজিক অপরাধে অভিযুক্ত দের কঠোর শাস্তির দাবি করেছে স্থানিয় বাসিন্দারা। তারা কাউন্সিলারের দৃষ্টি আকর্ষণ করে।কাউন্সিলার অরুন মিশ্র জানান এই ঘটনার জন্য আমি প্রশাসনকে বলতে চাই সি সি টি ভি ফুটেজ দেখে দুষ্কৃতিদের গ্রেফতার করা হোক। এরপর এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসন কে ব্যবস্থা নিতে হবে। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে এলাকা জুড়ে।