হুগলি, ২৯ জুলাই:- আজকে ঐতিহাসিক মোহনবাগান দিবস।আর আজকের দিনেই ১৯১১ সালে মোহনবাগান ক্লাব ব্রিটিশ ফুটবল ক্লাব ইস্ট ইয়র্কশায়ার ফুটবল দলকে হারিয়েছিল খালি পায়ে খেলে। এই দিনটা পালিত হয় মোহনবাগান দিবস হিসাবে। আর এই মোহনবাগান দিবসের সাথে জড়িয়ে হুগলি জেলার উত্তরপাড়া। ১৯১১ সালে জয়ী মোহনবাগান দলের সদস্য ছিলেন উত্তরপাড়ার বাসিন্দা মনমোহন মুখার্জী। আর উত্তরপাড়ার বাসিন্দা মনমোহন বাবুর পাশ থেকেই সেই দিন এসেছিল মোহনবাগান দলের কাঙ্ক্ষিত গোলটি।ভারতীয়রা হারিয়েছিল ব্রিটিশদের। খেলায় হারিয়েই একপ্রকার স্বাধীনতা আন্দোলনে ভারতের জয়ের জন্য এগিয়ে গেছিলো ভারতবাসী।
আর এই মোহনবাগান দিবসে সকাল থেকেই সেজে উঠেছে হুগলি জেলার উত্তরপাড়া। কারণ ভারতের গর্ব মোহনবাগান দলের সদস্য যে উত্তরপাড়ার বাসিন্দা।তাই এই দিনটা একটু আবেগতাড়িত হয়ে পড়েন উত্তরপাড়ার মানুষ থেকে মনমোহন মুখার্জির বংশধররা। মনমোহন বাবুর নাতি নিখিল কুমার মুখার্জী এদিন সেই ইতিহাসের স্মৃতি চারন করলেন। তিনি চান এই আবেগের দিনটি আগামী প্রজন্ম যেনো মনে রাখে। সেদিনের সেই ইতিহাস ভোলার নয়।আর উত্তরপাড়ার বাসিন্দা মোহনবাগান দলের একনিষ্ঠ সমর্থক সুখদেব মুখার্জী সকাল থেকেই উত্তরপাড়া শহরকে মুড়ে দিয়েছেন মোহনবাগান দলের পতাকায়। সাথে মনোহনবাবুর আবক্ষ মূর্তিতে মাল্য দান সবটাই করছেন উত্তরপাড়ার মোহনবাগান সমর্থকরা।