এই মুহূর্তে কলকাতা

কলকাতার রেড রোড জুড়ে লাগানো হবে, রক্ত চন্দন ও শ্বেত চন্দন গাছ।

কলকাতা, ২৬ জুলাই:- উত্তরবঙ্গের বক্সা অভয়ারণ্যের বনবস্তির বাসিন্দাদের অন্যত্র পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য এই অরণ্যঅঞ্চলে থাকা ৯১টি পরিবারের মাথা পিছু প্রত্যেক কে ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে। এ ছাড়াও ওই পরিবারের কোনো বিশেষ ভাবে সক্ষম সদস্য থাকলে তাদের আরো অতিরিক্ত টাকা দেওয়া হবে যাতে তারা নিজেরাই তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারেন। এ জন্য ১৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার বিধানসভায় বন দফতরের স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনার শেষে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একথা জানিয়েছেন।

এদিকে কলকাতার রেড রোডকে মূল্যবান গাছে সাজিয়ে তোলার পরিকল্পনার কথাও জানান বনমন্ত্রী। তিনি বলেন, আগামী ১ থেকে দেড় বছরের মধ্যে রেড রোড সেজে উঠবে। রেড রোড জুড়ে রক্ত চন্দন ও শ্বেত চন্দন গাছ লাগানো হবে। পুরো অঞ্চলটি সেনাবাহিনীর অধীনে থাকায় চন্দন গাছগুলির রক্ষণাবেক্ষণ এবং বেড়া দেওয়ার দায়িত্ব থাকবে সেনাবাহিনীর। পশুদের পরিষেবার প্রসঙ্গে তিনি বলেন, দার্জিলিং-এ পশু হাসপাতাল হচ্ছে সাড়ে পাঁচ কোটি টাকা খরচে। ২৯ একর জমিতে হচ্ছে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারিতে ১৮ টা বাঘ ছাড়া হবে।