এই মুহূর্তে জেলা

মনিপুরের লাগামছাড়া সন্ত্রাসের প্রতিবাদে জয়হিন্দ বাহিনীর ধিক্কার সভা, হুগলি জেলা জুড়ে।

হুগলি, ২৫ জুলাই:- উত্তর পূর্বাঞ্চলের শান্ত রাজ্য মণিপুরে এই যেভাবে লাগাম ছাড়া সন্ত্রাস চলছে, মহিলাদের ওপর নির্মম নির্যাতন হয়েছে, অথচ কেন্দ্রীয় সরকার প্রায় তিন মাস ধরে কোনরকম ব্যবস্থা না নিয়ে কুম্ভকর্ণের ভূমিকা নিয়েছে। তার বিরুদ্ধে গর্জে উঠেছে সারা দেশ। তারই অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় নির্দেশে এবং হুগলি জেলার জয়হিন্দ বাহিনীর সভাপতি, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে হুগলি জেলা জুড়ে মনিপুরে লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় এবং মনিপুরের মুখ্যমন্ত্রী অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন।

এদিন চাঁপদানি, বৈদ্যবাটি, শেওড়াফুলি, শ্রীরামপুর, রিষড়া, কোন্নগর, উত্তরপাড়া, শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লক, রাজ্যধরপুর, কানাইপুর, ডানকুনি, নবগ্রাম, পিয়ারাপুর, সহ একাধিক জায়গায় ধিক্কার সমাবেশের আয়োজন করে হুগলি জেলা জয়হিন্দ বাহিনী। এ দিনের এই সমাবেশে বক্তব্য রাখেন শ্রীরামপুর পুরসভার পুর প্রধান গিরিধারি সাহা, প্রাক্তন পুর প্রধান অমিয় মুখোপাধ্যায়, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিং, জেলা পরিষদ সদস্য সুবীর মুখোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।