এই মুহূর্তে কলকাতা

নবান্নে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন জিটিএ চেয়ারম্যান অনিক থাপা।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- জিটিএ চেয়ারম্যান অনিত থাপা বুধবার নবান্নে এসে স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর জিটিয়ে নির্বাচনের পর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসতে চলেছেন অনিত। তাই মুখ্য মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার আগে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে জি টি এ চেয়ারম্যাননের প্রশাসনিক নানা বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। মুখ্য মন্ত্রী জেলা সফর থেকে ফিরে এলে বৈঠকের দিনক্ষণ স্থির হবে।

ফের গোর্খাল্যান্ডের জিগির তুলে পাহাড়ে আগুন জ্বালাতে চান রোশন গিরিরা।২০০৭, ২০১৩ এবং ২০১৭ সালে মোর্চার পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনের জেরে আগুন জ্বলেছে পাহাড়ে। সরকারি সম্পত্তি নষ্ট করা, বন্‌ধ সহ নানা মারমুখী আন্দোলনের জেরে বিপর্যস্ত হয়েছে পাহাড়। এ বার মোর্চা তাঁদের আন্দোলন ‘দিল্লিমুখি’ বলে দাবি করলেও উদ্বিগ্ন পাহাড়ের বাসিন্দারা।সেই উদ্বেগের নিরসন করতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন অনিত থাপা।