কলকাতা, ২৪ জুলাই:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। পুলিশ, স্বাস্থ্য দফতর ও কর্মিবর্গ দফতরে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। বৈঠকের শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রিসভার বৈঠকে স্থির হয়েছে যে কলকাতা পুলিশে নতুন আড়াই হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। পুলিশের নিয়োগ বোর্ডের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ হবে।, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে আদিবাসী অধ্যুষিত এলাকার ছেলেমেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এব্যপারে আগামীতে লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ ছাড়াও স্বাস্থ্য দফতরের অধীনে কমিউনিটি হেল্থ অফিসার পদে ৫৪৬৮ জনকে নিয়োগের প্রস্তাবেও এদিন রাজ্য মন্ত্রিসভা সম্মতি দিয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
এই নিয়োগও রিক্যুইটমেন্ট বোর্ডের মাধ্যমে হওয়ার কথা।পাশাপাশি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৪০০ জনকে নিয়োগ করা হবে। এ ব্যাপারে পিএসসি খুব শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আদিবাসী অধ্যুষিত জেলার উপর বিভিন্নভাবে সরকার এবার বাড়তি নজর দিতে চাইছে। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সতীর্থদের জানিয়েছেন, অগস্ট মাসে আদিবাসী দিবস পালন করতে হবে। সবাই নিজের নিজের এলাকায় যেন আদিবাসী দিবস পালন করেন। সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে সব মন্ত্রীদের সতর্ক করে দিয়ে বলেন, বিজেপি নানারকম ভাবে রাজ্যের শান্তি বিঘ্নিত করার জন্য পরিকল্পিত ছক তৈরি করছে। এব্যপারে সকলকে সতর্ক থাকতে হবে।