এই মুহূর্তে কলকাতা

শেষ পর্যন্ত বিধানসভার অধিবেশন নিয়ে জটিলতা কাটলো।


কলকাতা , ২২ জুলাই:- শেষ পর্যন্ত জটিলতা কাটল রাজ্য বিধানসভার অধিবেশন নিয়ে। রাজ্যপাল অনুমোদন দেওয়ায় আগামী সোমবার থেকেই তাই রাজ্য বিধানসভায় বসতে চলেছে বর্ষাকালীন অধিবেশন। তবে সেদিন রাজ্য মন্ত্রিসভার যে বৈঠক রয়েছে তা নিয়ে নতুন করে আর কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। মনে করা হচ্ছে তাই সেই বৈঠক হবে নবান্নের সভাঘরেই। এদিন অর্থাৎ শনিবার রাজ্য পরিষদীয় দফতরের তরফে আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভা ভবনে বর্ষাকালীন অধিবেশন বসার বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এদিন থেকেই সেই অধিবেশন শুরুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য বিধানসভা ভবনে। চলতি সপ্তাহে রাজ্য সরকার রাজভবনে ফাইল পাঠিয়েছিল রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন বসানোর জন্য রাজ্যপালের প্রয়োজনীয় অনুমতি চেয়ে। কিন্তু রাজ্যপাল সেই অনুমতি না দিয়ে ফাইল আটকে রাখেন ও রাজ্যের পরিষদীয় দফতরের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে গত বুধবার ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু সেদিন শোভনবাবু কলকাতার বাইরে থাকায় তিনি রাজভবনে যেতে পারেননি। পরিবর্তে তিনি তাঁর দফতরের আধিকারিককে পাঠাতে চেয়েছিলেন যিনি ওই দফতরের সচিব।

কিন্তু সেখানেও আপত্তি জানান রাজ্যপাল। তিনি বলেন আসতে হবে মুখ্যসচিবকে। কিন্তু তারপরে না শোভনবাবু না মুখ্যসচিব রাজভবনের দিকে পা বাড়িয়েছেন। শেষে শুক্রবার বিকালে একুশের সভা মিটে যেতে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ ফোনালাপে বিধানসভা সোমবার থেকে শুরু করা নিয়ে দু’পক্ষই সম্মত হন। তার পরেই পরিষদীয় দফতর থেকে পাঠানো বর্ষাকালীন অধিবেশন শুরু করার ফাইলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। এদিনই আবার অধিবেশন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ও শোভনদেব চট্টোপাধ্যায়। অধিবেশন শুরু নিয়ে শোভনদেববাবু জানিয়েছেন, ‘শুক্রবার অধিবেশন নিয়ে রাজ্যপালের সঙ্গে আমার অনেকক্ষণ কথা হয়েছে। তাঁর সঙ্গে আলোচনা করেই ২৪ জুলাই থেকে রাজ্য বিধানসভায় বর্ষাকালীন অধিবেশন শুরু করা হচ্ছে।’ উল্লেখ্য, আগে ঠিক ছিল সোমবার রাজ্য বিধানসভা ভবনেই বসবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। কিন্তু রাজ্যপাল সেই অধিবেশন বসানোর অনুমতি না দেওয়ায় সেই বৈঠক বিজ্ঞপ্তি দিয়ে নবান্নের সভাঘরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এখন যখন সোমবার থেকে রাজ্য বিধানসভায় অধিবেশন বসানোর ছাড়পত্র রাজ্যপাল দিয়ে দিয়েছেন তখন বৈঠক রাজ্য বিধানসভাতেই ফেরে কিনা এখন সেই দিকেই তাকিয়ে থাকছেন অনেকে।