এই মুহূর্তে জেলা

চন্দননগরের ডাকাতির ঘটনায় তিন দুস্কৃতিকে দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া আদালত।

হুগলি, ১৭ জুলাই:- ২১শে সেপ্টেম্বর, ২০২১ সালে দিন দুপুরে চন্দননগরে একটি বেসরকারি ব্যাংক সংস্থায় গ্রাহক সেজে দুঃসাহসিক ডাকাতি ও গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল চাঞ্চল্য। সেইদিনই চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চন্দননগর থানার পুলিশ দুঃসাহসিক ডাকাত দলকে মধ্যে তিনজনকে ধরতে সক্ষম হয়। সেই সময় তদন্তে উঠে আসে যে তিনজনেরই ভিন রাজ্যের বাসিন্দা।

ওরা তিনজনেরই বাড়ি বাংলা পার্শ্ববর্তী বিহারে। তিনজনকে গ্রেফতার করলেও একজন তৎকালীন ওই ঘটনায় পালাতে সক্ষম হয়। আজ চুঁচুড়া শিব শংকর ঘোষের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের সাজা ঘোষণা হতে চলেছে আজ। ৩ বিহারের অভিযুক্ত কারী হলো সোনপুরের বাসিন্দা বিট্টু কুমার ওরফে করণ, শেখপুরা বাসিন্দা গুড্ডু কুমার ওরফে ধর্মেন্দ্র, বৈশালীর বাসিন্দা বিট্টু কুমার ওরফে ছোটু।