এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের শূন্য পদের তালিকা তৈরি হচ্ছে।

কলকাতা, ১২ জুলাই:- রাজ্য সরকারের বিভিন্ন দফতরে শূন্যপদের তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন দফতরে অনুমোদিত পদের নিরিখে কতজন কর্মী আছেন রাজ্যের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর তা জানতে চেয়ে সব দফতরকে চিঠি পাঠিয়েছে। বিশেষ অগ্রাধিকারের সঙ্গে কাজটি করে দু’মাসের মধ্যে সব দফতরকে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। মূলত চার শ্রেণির কর্মী- লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট ও সেকশন অফিসারের অনুমোদিত পদে কর্মী সংখ্যা ও শুন্য পদের হিসেব চাওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

এই তথ্য নির্দিষ্ট ফর্মাটে পাঠাতে বলা হয়েছে। প্রশাসনিক মহল মনে করছে, আগামী দিনে সরকারি দফতরে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য কর্মী সংক্রান্ত পরিসংখ্যান চাইছে নবান্ন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার এক বছরের মধ্যে বিভিন্ন জায়গায় মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করবে। এর মধ্যে সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে ১২ হাজার ও গ্রুপ সি পদে ৩ হাজার কর্মী নিয়োগ করার কথা তিনি জানিয়েছিলেন। আগামী বছর লোকসভা ভোটের আগে সরকারি দপ্তরে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে প্রশাসনিক মহল আশা করছে।