এই মুহূর্তে কলকাতা

স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর তোলা অভিযোগ ওরালো কমিশন।

কলকাতা, ১১ জুলাই:- পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর বুথের তালিকা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর কর্তৃপক্ষের তোলা অভিযোগ উড়িয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তিনি দাবি করেছেন শুধু স্পর্শকাতর নয় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা আগেই দেওয়া হয়েছিল। পাশাপাশি বাহিনীর কাছে বুথের তালিতা না থাকলে তারা সেখানে পৌঁছল কিকরে তা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্য নির্বাচন কমিশনার। রাজ্য নির্বাচন কমিশনের কাছ থেকে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের তালিকা না পাওয়ার কারণেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়নি বলে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব প্রাপ্ত নোডাল অফিসার,সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রনটিয়ারের ডি আই জি তথা সুরজিৎ সিং গুলেরিয়া রবিবার অভিযোগ করেন। এব্যপারে মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের দিনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। কেন্দ্রীয় বাহিনীর কর্তার যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছেন রাজীব। তাঁর কথায়, ‘‘বিএসএফের পরিকল্পনায় স্পর্শকাতর বুথের কোনও বিষয় ছিল না।

জেলাভিত্তিক স্পর্শকাতর বুথের সংখ্যা আমরা জানিয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম শুধু স্পর্শকাতর কেন, ডিএম এবং এসপির সঙ্গে কথা বলে প্রতি বুথেই বাহিনী দেওয়া হবে। বিএসএফ যদি স্পর্শকাতর বুথের তালিকা না-ই পায়, তাহলে ওরা বুথগুলিতে বাহিনী দিল কী করে?’’ রাজ্য নির্বাচন কমিশনারের দাবি, ‘‘সাধারণ মানুষ এবং কিছু রাজনৈতিক দলের ধারণা ছিল, কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটের সময় অশান্তি কম হবে। বাহিনীর জন্য বাড়তি ভয় কাজ করবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করেছি। প্রথমে আদালত বলেছিল প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। পরে সেই নির্দেশে সংশোধন করে বলা হয়, যে ক-টি বুথে সম্ভব বাহিনী দিতে হবে। আমার মনে হয় না ১০ হাজারের বেশি বুথে ওরা বাহিনী দিতে পেরেছে।’’ রাজ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা থেকে ভোট গ্রহণ- বিচ্ছিন্ন অশান্তির খবর মিলেছে। সেই প্রসঙ্গে রাজীব সিনহা বলেন, ভোটে রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে অশান্তি হয়েছে। কিন্তু প্রতি ক্ষেত্রেই কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনে জমা পড়া অভিযোগের ভিত্তিতে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের হয়। সেটাও শান্তিতে মিটেছে। মঙ্গলবার মোট ৩৩৯টি কেন্দ্রে ভোটের গণনা চলছে। হাতে গোনা কয়েকটি বুথে গণনা শুরু হতে দেরি হয়। মাঝে কিছুক্ষণ রাজ্য নির্বাচন কমিশনের ওয়েব সাইটে গোলমাল দেখা দেয়। দ্রুত তা সারিয়ে ফেলে ফের সেটিকে সচল করা হয়েছে।