হুগলি, ৮ জুলাই:- পান্ডুয়ার গোয়ারা বহিরাগত দুষ্কৃতিদের আটকে দিল গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানা যায় পান্ডুয়ার শিমলাগর ভিটাশিন গ্রাম পঞ্চায়েতের গোয়ারা প্রাথমিক বিদ্যালয় ৯৩ এবং ৯৪ নম্বর বুথে ভোট গ্রহণ চলছিল দুপুর দুটো নাগাদ হঠাৎ এক দল সশস্ত্র বাইক বাহিনী, মুখ বেঁধে এসে বুথ জাম করার চেষ্টা চালায় স্থানীয়দের মারধর করে বলে অভিযোগ। তাতে আহত হয় সাধারণ এক ভোটার সহ বিজেপির বুথ সভাপতি। পাশাপাশি বিজেপির বুথ সভাপতির মাথায় আগ্নেয়াস্ত ঠেকানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। গ্রামবাসীরা দুটি বাইক ধরে ফেলে বুথ থেকে কিছুটা দূরে মাঠের মধ্যে একটি বাইকে আগুন ধরিয়ে দেয় তারা।
ঘটনায় চাঞ্চল্য এলাকায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। ঘটনায় আরিফ নামে আহত এক ভোটার অভিযোগ তার হাতে মেরেছে দুষ্কৃতীরা এবং মাথা ফেটেছে পাশাপাশি তার অভিযোগ বিজেপি দুষ্কৃতির দ্বারা এই ঝামেলা হয়েছে। এ বিষয়ে বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দেওয়ান অভিযোগ উড়িয়ে দিয়ে বলে বিজেপির ছেলে মার খেয়েছে। বিজেপির বুথ সভাপতি মাথায় আগ্নেয়াস্ত ধরা হয়েছে। পাশাপাশি তিনি বলেন সকাল থেকে এখানে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল সময় মতন পুলিশ আসলে এমনটা হতে পারত না।