এই মুহূর্তে জেলা

বাংলার বাড়ি না পেয়ে ডানকুনিতে রাস্তা অবরোধে বাসিন্দারা।

হুগলি, ৬ জুলাই:- ডানকুনি রেললাইনের পাড়ের বাসিন্দারা টাকা দিয়েছিলেন জমি কেনার জন্য, যে জমিতে বাংলার বাড়ি প্রকল্পের ঘর করে দেবে বলেছিল ডানকুনি পুরসভা। কয়েক বছর কেটে গেছে এখনো ঘর মেলেনি বাসিন্দাদের। প্রতিবাদে ডানকুনি টি এন মুখার্জি রোড অবরোধ, ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ। ডানকুনি রেল পাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দিয়েছিল রেল। বছর পাঁচেক আগে সেই নোটিশ পাওয়ার পর বাসিন্দারা প্রমাদ গোনে। তাদের উচ্ছেদ করা হলে কোথায় যাবেন। পুরসভার ভোটার পরিবারগুলোর দুর্দশায় পাশে দাঁড়িয়ে ডানকুনি পুরসভা তাদের জানায় বাসিন্দারা যদি টাকা তুলে জমি কিনতে পারে নিজেদের নামে জমি থাকলে আবাস যোজনার বাড়ি করে দেবে পুরসভা।সেই মত পরিবার গুলো কেউ পঞ্চাশ হাজার কেউ ১ লাখ কেউ দেড় লাখ টাকা দেন জমি কেনার জন্য।

কথা হয় ২৬ কাঠা জমি কেনার। কিন্তু বাসিন্দাদের অভিযোগ সতেরো কাঠা জমি কেনা হয়। তারপর কেটে গেছে অনেক গুলো দিন।এখনো আবাস প্রকল্পের ঘর পাননি তারা। পুরসভাকে বললে কোনো সদুত্তর মিলছে না। তাই গলায় পোস্টার ঝুঁলিয়ে বিক্ষোভে সামিল হয়। ডানকুনি পুরসভার ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা বলেন, টাকা আমরা নিইনি। বাসিন্দারাই জমি কিনেছেন। আমরা বলেছিলাম পুরসভা থেকে তাদের সাহায্য করা হবে। এর মধ্যে কোভিড গেছে। পুরসভা প্রক্রিয়াকরণ করে তখন দেখা যায় অতিরিক্ত ১ কোটি ত্রিশ লক্ষ টাকা প্রয়োজন। সেই টাকা জোগাড় না করা পর্যন্ত কাজটা করা যাচ্ছে না।