এই মুহূর্তে জেলা

ইন্ডিয়ান ব্যাংকের হাত ধরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রোজগারের পথ প্রশস্ত হলো।

প্রদীপ বসু, ২৬ জুন:- ইন্ডিয়ান ব্যাংকের সহযোগিতায় রাজ্যের স্বনির্ভর গোষ্ঠির মহিলারা রোজগারের পথ প্রসস্থ করল। চন্দননগর রবীন্দ্রভবনে সোমবার ইন্ডিয়ান ব্যাংকের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হল। প্রথমে প্রদীপ প্রোজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন এক্সিকিউটিভ ডিরেক্টর ইমরান আমিন সিদ্দিকি। ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ও অন্যান্য আধিকারিকেরা।

মূলত স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের ইন্ডিয়ান ব্যাংকের মাধ্যমে কি ভাবে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা যায় সে ব্যাপারে আলোকপাত করেন তারা। কি ভাবে লোন দেওয়া যায়, কি কি সুবিধা আছে সব বিষয় নিয়ে সাক্ষাতকার দেন আমিন সিদ্দিকি। গোষ্ঠির মেয়েদের ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। হুগলির বিভিন্ন এলাকা থেকে প্রায় দু হাজার মহিলা যোগ দেয়। চেক পেয়ে খুশি তারা।মেয়র এই উদ্যোগকে সাধুবাদ জানান।