এই মুহূর্তে কলকাতা

রেজিস্ট্রি বিবাহের নিয়ম সরলীকরণের পরিকল্পনা।

কলকাতা, ২৬ জুন:- রাজ্য সরকার রেজিস্ট্রি বিবাহের নিয়ম সরলীকরণের পরিকল্পনা নিয়েছে। আগে রেজিস্ট্রি বিবাহের ক্ষেত্রে একমাস আগে নোটিস দিতে হত। নতুন নিয়মে একদিনের নোটিশেই রেজিস্ট্রি বিবাহ হওয়ার সংস্থান থাকছে। রাজ্যের আইন দফতর সূত্রে জানা গেছে, বিবাহ রেজিস্ট্রির নতুন খসরা বিধি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর নয়া বিধিকে চূড়ান্ত রূপ দেওয়া হবে। উল্লেখ্য এখনকার নিয়মে সামাজিক কিংবা আনুষ্ঠানিক বিয়ের দিন অথবা তার আগে রেজিস্ট্রি বিয়ে করার পরিকল্পনা থাকলে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের ১৩ নম্বর ধারায় যুগলকে অন্তত ৩০ দিন আগে আবেদন করতে হয়।

হিন্দু বিবাহ আইন অনুযায়ী, সামাজিক বিয়ের পর আবেদন করলে রেজিস্ট্রির জন্য সাতদিন সময় লাগে। অষ্টম দিনে রেজিস্ট্রি করতে পারেন নবদম্পতি। এবার সেই নিয়মেই খানিক বদল ঘটিয়ে তা একদিনেই করা যাবে। একদিনের নোটিসে বিয়ে অন্য রাজ্যে প্রচলিত। এ রাজ্যের ক্ষেত্রে তবে পরিস্থিতি যা তাতে পঞ্চায়েত ভোটের আগে মন্ত্রিসভার কোনও বৈঠক নেই। ফলে, আপাতত ভোট মিটলে এই ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলেই মত ওয়াকিবহাল মহলের।