এই মুহূর্তে জেলা

দারিদ্রতাকে হার মানিয়ে দেশের সেরার সেরা মুকুট জয় অদ্রেশ্বরের নুপুরের।

প্রদীপ বসু, ২৩ জুন:- দারিদ্রতাকে হার মানিয়ে স্কুল ভিত্তিক ৬৬ ন্যাশানাল গেমসে অংশ গ্রহন করে কয়েকটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে সারা ভারতের সেরার সেরার মুকুট জয় করে নিল ভদ্রেশ্বরের নবগ্রামের বাসিন্দা নুপুর পান্ডে। ভুপালের তিরাংগর স্টেডিয়ামে ভারতের অনেক রাজ্যের ছাত্র ছাত্রিরা অংশ নিয়েছিল। ৫টি সোনার মেডেল, শংশাপত্র পেয়ে শুধুমাত্র ভদ্রেশ্বর বা হুগলি নয় সারা ভারতের মধ্যে নিজেকে তুলে ধরল নুপুর। খলিসানি স্কুলে ১২ ক্লাসে পড়াশুনা করছে সে। বাবা স্বরুপ পান্ডে ও শ্যামলির দুই মেয়েই খেলাধুলার সংগে জড়িত। মেয়ের এই জয়ে আপ্লুত হয়ে স্বরুপ বললেন মেয়েকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।কিন্তু অভাবের সংসার জানিনা কি হবে।

ভদ্রেশ্বর সেন্ট্রাল ক্লাবের মাঠে অনেক ছাত্র ছাত্রী প্রাক্টিস করে তার মধ্যে অনেকেই বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরষ্কার নিয়ে আসছে। আর নুপুরের প্রতিভা দেখে ক্লাবের কোচ জানান ওকে যদি আর্থিক দিক থেকে সহযোগিতা করা হয় তাহলে আরও এগিয়ে যাবে। আগামী দিনে এশিয়ান গেমসে অংশ নেওয়ার ইচ্ছা নুপুরের। বৌবাজার সেন্ট্রাল ক্লাবের মাঠে লং জাম্প করে দেখালো প্রতিভাবান ছাত্রী। স্কুলের প্রধান শিক্ষক, ক্লাবের গেম টিচার সকলেই খুশি। আরো খুশি নুপুর ও তার বোন। বাবার ছোটো আনাজের দোকান। তবুও আগামী দিনের স্বপ্নকে সার্থক করে তুলতে চায় নুপুর পান্ডে। এই জয়ে যাদের অবদান রয়েছে তাদের প্রশংসা করতে ভুললো না নাবালিকা।