এই মুহূর্তে কলকাতা

প্রথম পর্যায়ে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌছালো রাজ্যে।

কলকাতা, ২৩ জুন:- পঞ্চায়েত ভোটে প্রথম পর্যায়ে মোতায়েন করা ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। সেই বাহিনী রাজ্যের কোন কোন জেলায় মোতায়েন করা হবে, রাজ্য পুলিশ এডিজি (আইনশৃঙ্খলা) তার বিস্তারিত তালিকা প্রকাশ করেছেন। ওই তালিকা অনুযায়ী প্রথম পর্যায়ে ২২টি জেলায় ভাগ করে ওই ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। পরে ধাপে ধাপে আরও বাহিনী মোতায়েন করা হবে।

প্রথম ধাপে যে সব জেলায় ২২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে, সেগুলি হল— আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর।