কলকাতা , ১৯ জুন:- ক্যানিং, ভাঙ্গর ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।এ বিষয়ে বিধায়ক শওকত বলেছেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু উপলব্ধি করেছেন। বিশেষ করে, ভাঙড়ের মাটিতে যে সন্ত্রাস চলছে, কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি যে কর্মকাণ্ড চালাচ্ছেন, তার ফলে আমাকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’’ শওকত আরও বলেন, ‘‘অনেক সমাজবিরোধীকে রাতের অন্ধকারে ভাঙড়ের বিভিন্ন জায়গায় ঢোকানো হয়েছিল। আমাদের রাজু নস্করকে যে ভাবে আইএসএফের সমাজবিরোধীরা খুন করেছে, তাতে নজির তৈরি হল। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, যারা জড়িত, তাদের গ্রেফতার করতে হবে।’’
অন্যদিকে ভাঙ্গরের ইন্ডিয়ান সেক্যুলার ফন্ট এর বিধায়ক নওশাদ সিদ্দিকী কেন্দ্রীয় সরকারের কাছে নিজের নিরাপত্তার জন্য আবেদন করেছেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছেন বলে নওশাদ জানান। এদিন বিধানসভা ভবনের বাইরে নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, “আমি প্রথমে রাজ্য সরকারের কাছে নিরাপত্তা চেয়েছিলাম। রাজ্য সরকার এতদিন আমার নিরাপত্তা দেয়নি। আমার ওপর যেকোনো সময় প্রাণঘাতী হামলা হতে পারে। তাই আমি হাইকোর্ট ও কেন্দ্রীয় সরকারের কাছে আমার নিরাপত্তার জন্য আবেদন করেছি। এর আগে আমার উপর যারা ভাষাগত আক্রমণ থেকে শুরু করে বিভিন্ন রকম আক্রমণ চালিয়েছে, তারাই আমার উপর আক্রমণ করতে পারে। শুধুমাত্র শওকত মোল্লাকে জেট ক্যাটেগরি সিকিউরিটি দিলে হবে না। ভাঙ্গড় বাসীকে নিরাপত্তা দিতে হবে।”