হাওড়া, ১২ জুন:- হাওড়ায় এখনো পর্যন্ত পঞ্চায়েত ভোটের নমিনেশন সুষ্ঠুভাবেই হচ্ছে, মানছেন বিরোধীরাও। হাওড়া বাগনান ১ নম্বর বিডিও অফিসে সোমবার সকালে এমন ছবিই দেখা গেছে। সেখানে চলছে সুষ্ঠুভাবে নমিনেশন।
প্রতিটা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি হয়েছে। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সম্পাদক তথা বাগনান ১ নং ব্লকের কো-কনভেনর প্রণব হাজরা বলেন, শনিবারেও আমরা নমিনেশন করেছি। আজ সোমবারেও নমিনেশন করছি। সবকিছু সুষ্ঠুভাবেই হচ্ছে।