এই মুহূর্তে জেলা

পঞ্চায়েতের আগে ভাঙন পদ্ম শিবিরে, বিজেপি তৃণমূলে যোগ হাওড়ায়।

হাওড়া, ১১ জুন:- পঞ্চায়েত ভোটের ঠিক আগেই ভাঙন ধরলো পদ্ম শিবিরে। হাওড়ার বাগনানে বিজেপির কয়েক’শো কর্মী দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর মনোনয়নপত্র দাখিলের তৃতীয় দিনে এদিন বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে কার্যত মাষ্ট্রার স্ট্রোক দিল শাসকদল তৃণমূল কংগ্রেস। প্রচারের প্রথম রবিবারেই বাগনান কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কয়েক’শো বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুণাভ (রাজা) সেন।

এদিন দলত্যাগী কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে, বিজেপি’তে থেকে স্থানীয় উন্নয়নের কোনও সম্ভাবনা নেই। রাজনীতিকে সামনে রেখে মানুষের কাজ করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র ভরসা। তাই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। এই যোগদান নিয়ে প্রসঙ্গে বিধায়ক অরুণাভ সেন জানান, দীর্ঘদিন ধরেই এরা দলে আসতে চাইছিল।আমরাও এদের স্ক্রিনিং করছিলাম। এদের বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই দলে‌ নেওয়া হয়েছে।