এই মুহূর্তে জেলা

ট্রেন দূর্ঘটনায় আহত হরিপালের যুবকের খোঁজ নেই আট দিন পরেও, দুশ্চিন্তা পরিবারের।

হুগলি, ১০ জুন:- হরিপালের অলিপুর কাশীপুর অঞ্চলের পানিশেওলার বাসিন্দা গোপাল হেমব্রম(২২)। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়েছিলেন এই মর্মে উড়িষ্যার বালেশ্বর জেলা হাসপাতালে নথিভূক্ত আছে। কিন্তু এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না মেদিনীপুরের জেলা শাসকের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছেন। হরিপালের পানিশেওলার চারজন আদিবাসী যুবক কেরলে কাঠের কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে গোপাল সহ আহত হন অতনু কিস্কু, রহিত হেমব্রম ও তাপস কিস্কু। তাদের মধ্যে গোপালের আঘাত ছিল গুরুতর।তাদের চারজনকেই উদ্ধারকারী দল স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। গোপাল সেই সময় তার নিজের নামসহ ঠিকানা বলেছিল বলে জানা গেছে।

সেখান থেকে তাকে বালেশ্বর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।গোপালের স্ত্রী রূপা ও মা পার্বতী হেমব্রম ঘটনার পরদিন ভোর ছটায় ঘটনাস্থলে পৌঁছান। উড়িষ্যার বালেশ্বর ঘটনাস্থল থেকে শুরু করে হাসপাতলে খুঁজতে থাকেন। পাঁচদিন সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে খোঁজ না পেয়ে তারা শুক্রবার হরিপালে ফিরে আসেন। গোপালের মা বলেন, থানা পুলিশ, হাসপাতাল কেউ কোনো খোঁজ দিতে পারছেনা। ছেলের জন্য হন্যে হয়ে ঘুরেছি কিন্তু খোঁজ পাইনি। বালেশ্বর হাসপাতালে গিয়ে খোঁজ নিলে বলে চিকিৎসা হয়েছে সেখানে। কম্পিউটারেও নথিভুক্ত আছে।তারা জানায় পশ্চিমবঙ্গ থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল তাতে চলে গেছে কিনা খোঁজ নিতে।মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নেওয়া হয়েছিল সেখান থেকে বলা হয় গোপাল হেমব্রম নামে কেউ ভর্তি নেই।