হাওড়া, ৭ জুন:- করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। হাওড়া স্টেশনে বুধবার সকালে একটি পরিবার আসেন তাদের অভিযোগ তাদের পরিবারের সাতজন করমন্ডল এক্সপ্রেসের জেনারেল বগিতে ছিলেন। তাদের মধ্যে দুজনকে মৃত এবং একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। তবে বাকি চারজনের কোনও খোঁজ মিলছে না।
তারা ওড়িশার বিভিন্ন হাসপাতাল মর্গে তাদের পরিজনদের খুঁজে বেড়াচ্ছেন। অথচ নিখোঁজ ওই চারজনের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি এদিনই হাওড়া স্টেশনে মৃতের পরিবারের অনেকে রেলের চেক নিতে আসেন। দু’লক্ষ টাকা করে রেলের চেক দেওয়া হবে। অনেকেই সেই চেক সংগ্রহ করার জন্য আসেন হাওড়া স্টেশনে। তারা জানান স্টেশন ম্যানেজার ফোন করে তাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আনতে বলেছেন। তা নিয়েই তারা এসেছেন।