হুগলি, ৫ জুন:- অশান্তির আশঙ্কা কাটিয়ে সোমবার নির্বিঘ্নেই শেষ হল তৃণমূলের সেকন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। এ দিন বিকেলে হাওড়া থেকে জাঙ্গিপাড়ায় পৌঁছান অভিষেক। নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়েই জাঙ্গিপাড়া থেকে শুরু করেন পদযাত্রা। সেখানে হাজির ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুঁই, চেয়ারম্যান অসীমা পাত্র,বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সহ শাখা সংগঠনের নেতা কর্মীরা। জাঙ্গিপাড়ার জনসংযোগ যাত্রা শেষ করে বিকেল সাড়ে ৪ টে নাগাদ পৌঁছান ফুরফুরা দরবার শরীফে। এখানকার পীরজাদা দের সাথে দেখা করে প্রার্থনা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধর্মীয় স্থানে এসেছি।
এখানে কোনো রাজনৈতিক কথা বলব না। যা বলার ত্বহা সিদ্দিকী বলবেন। এরপর তিনি বলেন, এখানে জনতার শুভেচ্ছা এবং ভালোবাসাতেই সার্থক হচ্ছে নবজোয়ার কর্মসূচি। এর আগেও ফুরফুরায় এসেছি। এখানের মাটি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্তি যোগায়। এই শক্তি নিয়েই ফিরে যাব। এ দিন ফুরফুরার পরে চন্ডীতলায় জনসংযোগ যাত্রা করে যান সিঙ্গুরে। সেখানে ধামসা মাদলে পা মেলান। হরিপালে রাত্রিবাসের মধ্যে দিয়ে শেষ হবে তাঁর প্রথম দিনের কর্মসূচি। ফুরফুরা শরীফের এই সফরকে স্বাগত জানিয়েছে ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী, তিনি বলেন মমতা সকলের হৃদয়ে রয়েছে, সেই শুভেচ্ছা পেতে অভিষেককে আরো পরিশ্রম করতে হবে। শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এই কর্মসূচির ফলে তৃণমূলের সাংগঠনিক শক্তি যেমন বাড়বে। তেমনি পঞ্চায়েতে দল ভালো ফল করবে।