এই মুহূর্তে কলকাতা

ওড়িশা থেকে এখনো পর্যন্ত কুড়ি জন যাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে, জানালো রাজ্য।

কলকাতা, ৩ মে:- ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে এখনো পর্যন্ত একশো কুড়ি জন যাত্রীকে সেখান থেকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। ১১ জন আহতকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার নবান্ন থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার কাজে সহায়তা করার জন্য ৭০ টি অ্যাম্বুলেন্সের সঙ্গে ৩৪ জন চিকিৎসক, দশটি বাস এবং কুড়িটি ছোট গাড়ি বালাসোরের দুর্ঘটনা স্থলে পাঠানো হয়েছে।

চার জন সিনিয়র আইএএস আধিকারিকের নেতৃত্বে একটি দল শুক্রবারই সেখানে পৌঁছেছে। যে কোন রকমের সহায়তা করার জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা ও ব্লক প্রশাসনের কাছ থেকে আসা তথ্যের ভিত্তিতে প্রতি ঘণ্টায় রিপোর্ট তৈরি করা হচ্ছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদি জেলা শাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনিও।