এই মুহূর্তে কলকাতা

রাজ্য থেকে চার সদস্যের প্রতিনিধিদল যাচ্ছেন বালাসোর।


কলকাতা, ২ মে:- রাজ্য সরকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ওড়িশা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন মৃত ও আহতের সঠিক সংখ্যা এখনো পর্যন্ত জানা গেলেও দুর্ঘটনার ভয়াবহতা থেকে অনুমান করা হচ্ছে বহু মানুষ হতাহত হয়েছেন। এ রাজ্যের বহু যাত্রী ওই ট্রেনে ছিলেন। যাত্রী ও তাঁদের পরিজনদের জন্য অবিলম্বে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। যার নম্বর 03322143526 এবং 03322535185।

ওড়িশা সরকারকে সব রকম সহায়তার জন্য রাজ্য প্রস্তুত বলে জানানো হয়েছে। বেশ কিছু অ্যাম্বুল্যান্স বালাসোরে পাঠানো হয়েছে। ওড়িশা লাগোয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের হাসপাতাল গুলিকে আহতদের চিকিৎসার জন্য প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রী মানস ভূঁইয়া ও সাংসদ দোলা সেনের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল বালাসোর রওনা হয়েছেন।