এই মুহূর্তে কলকাতা

বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৩০ মে:- বুধবার নবান্নে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ বিগত কয়েক মাস ধরে মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, কেন্দ্রের হারে রাজ্যকেও মহার্ঘ্য ভাতা দিতে হবে। সেই হারে যা বকেয়া জমা হয়ে রয়েছে, যার পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা তাও দিতে হবে।

এই নিয়ে এখন সুপ্রিম কোর্টেও মামলা চলছে। তার মধ্যেই মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন, কয়েকজন আন্দোলনকারী তাঁর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তিনি তাতে রাজী হয়েছেন এবং আগামিকাল অর্থাৎ বুধবার সেই বৈঠক হতে চলেছে নবান্নে। আর এই ঘোষণার পরে পরেই রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।