এই মুহূর্তে কলকাতা

বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক ১২ই জুন পাটনায়।

কলকাতা ২৮ মে:- লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়ায় গতি আনতে বিভিন্ন বিরোধী দল বৈঠকে বসেছে। পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওই বৈঠকে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। বৈঠকে থাকার জন্য আগের দিন রাতেই তিনি পাটনায় পৌঁছাবেন।

কংগ্রেস, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল ওই বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে। উল্লেখ্য বিরোধী দিক গুলির প্রথম বৈঠক পাটনায় ডাকতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব কে আগেই অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ মেনেই পাটনাতে এই বৈঠক ডাকা হয়েছে।