হুগলি, ২২ মে:- সোমবার পঞ্চায়েত ভোটকে উপলক্ষ্য করে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে এক সভা আয়োজিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। দুপুর তিনটে নাগাদ আসার কথা থাকলেও বিকেল পাঁচটা চল্লিশ মিনিটে প্রধান বক্তা শুভেন্দু হাজির হন। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা প্রিয়ঙ্কা টিবরেওয়াল, রাজ্য নেতা দীপাঞ্জন গুহ, পুরশুরার বিধায়ক বিমান ঘোষ, জেলা সভাপতি তুষার মজুমদার সহ জেলা কমিটির নেতৃত্বরা। জেলাস্তরের সভা হলেও এ দিন ঘড়ির মোড় ভরেনি। তবে ভিড় ভালই হয়েছে বলে দাবি করে জেলা নেতৃত্বরা জানান, গরম কম থাকলে আরও লোক হতো।
এ দিন শুরুতেই রমনবমীর মিছিল নিয়ে শুভেন্দু রিষড়ার অশান্তি প্রসঙ্গে সেখানকার উপ-পুরপ্রধান জাভেদ হাসান এবং তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে দায়ী করেন। তিনি বলেন, এই দুই তৃণমূল নেতাই সেখানে অশান্তি পাকিয়েছে। যদিও সেই ঘটনার তদন্ত এনআইএ-র হাতে গিয়েছে। কিন্তু রিষড়ার ওসি এফআইআরের সার্টিফায়েড কপি দিচ্ছে না। চোরেদের বাঁচাতে এবং বিরোধী দলনেতাকে গ্রেফতার করতে শুধুমাত্র আদালতের বাবদ তৃণমূল ৩৩০ কোটি টাকা খরচ করেছে বলে শুভেন্দু দাবি করেন। তিনি বলেন, এর মধ্যে ২৯২ কোটি টাকা ডিএ-র। বাকি ৩৮ কোটি টাকা দলের ইলেক্টোরাল ফান্ডের। মোদী সরকারের নবম বর্ষ পূর্তিতে তিনি জন সম্পর্ক অভিযান করার ডাক দেন। কর্মীদেরকে প্রতি বুথে বুথে পথসভা এবং সাধারণ মানুষের সাথে কথা বলার বার্তা দেন শুভেন্দু।