হাওড়া, ১৯ মে:- হাওড়ার ঘুসুড়ির তিরুপতি জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ওই জুট মিলে হঠাৎই আগুন দেখা যায়। এরপর তা ছড়িয়ে পড়ে গোটা গোডাউনে। গোডাউনে প্রায় কোটি টাকার উপর জিনিস মজুত ছিল। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ আকার নেয় যে পুরো গোডাউনের বেশিরভাগ মজুত মালই ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এখনো আগুন নেভানোর কাজ চলছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। আগুন আশেপাশে ছড়িয়ে পড়লে আরো বড় ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা করা হচ্ছে।