হাওড়া, ১৮ মে:- আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। একইভাবে ট্রেনটি হাওড়ায় এসে পৌঁছাবে। তাই এখানেও পৃথক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত রয়েছেন জিএম অর্চনা যোশী, হাওড়ার ডিআরএম মনীশ জৈন, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতীয় রেল প্রচুর উন্নতি করছে। বন্দে ভারত নিয়ে রাজনীতি করা ঠিক নয়। এমন উন্নতমানের ট্রেনকে দেশ জুড়ে চলতে দেওয়া উচিত।
প্রসঙ্গত, পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আজ ১৮মে তারিখে দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পতাকা প্রদর্শন করবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পুরী স্টেশনে উপস্থিত থাকবেন। এই উদ্বোধন উপলক্ষে এদিন বেলা সোয়া ১০টা থেকে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের সময় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে উপস্থিত রয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী এবং অন্যান্য ঊর্ধ্বতন রেল কর্মকর্তারা।