এই মুহূর্তে জেলা

সিবিএসই দ্বাদশের সম্ভাব্য টপার হাওড়ার আন্দুলের সৌমাদিত্য।


হাওড়া, ১২ মে:- চূড়ান্ত মেধাতালিকা এবার প্রকাশ করা হয়নি। সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এবার সম্ভাব্য টপার হাওড়া আন্দুল দুইল্যার সৌমাদিত্য চন্দ্র। সে ৫০০ মধ্যে ৪৯১ নম্বর পেয়েছে। এর মধ্যে ইংরেজিতে ৯৯, অংকে ১০০, পদার্থবিদ্যায় ৯৭, রসায়নে ৯৮ এবং কম্পিউটারে ৯৭ পেয়েছে সে। বরাবরই মেধাবী সৌমাদিত্য কোভিডের কারণে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। সেজন্য তার মনে দুঃখ ছিল। তবে এবারে সিবিএসই বোর্ডের পরীক্ষায় সে এই সাফল্য পেয়েছে। সে জানিয়েছে তার প্রত্যাশা অনুযায়ী সে নম্বর পেয়েছে। সৌমাদিত্য জানায় তার প্রাইভেট টিউটর না থাকলেও সে এক বেসরকারি কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত ছিল। স্কুলের শিক্ষকের পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষকরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন।

তার এই সাফল্য সে মা-বাবা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চায় সে। পড়াশোনার নির্দিষ্ট সময় না থাকলেও যখনই ভালো লাগতো সে পড়ত। ভবিষ্যতে তার ইচ্ছা আছে আইআইটি’তে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করার। পড়াশোনার বাইরে সে ইংরাজি এবং বাংলা গল্পের বই পড়তে ভালোবাসে। তার মা শর্মিষ্ঠা চন্দ্র জানিয়েছেন ছেলের সাফল্য তিনি খুব খুশি। ছেলে যা ভালবাসে সেই নিয়েই পড়াশোনা করুক তিনি মনে প্রাণে চান। কোন কিছু জোর করে চাপিয়ে দিতে চান না। সৌমাদিত্য এর বাবা উত্তরবঙ্গের চা বাগানের ম্যানেজার। গোটা পরিবার এখন অপেক্ষা করছেন গৃহকর্তা কবে বাড়ি ফেরেন। তখনই সেলিব্রেট হবে।