এই মুহূর্তে কলকাতা

শীঘ্রই চালু হতে চলেছে ই-পাসপোর্ট ব্যবস্থা।


কলকাতা ৪ মে:- সারাদেশের পাশাপাশি এই রাজ্যেও খুব তাড়াতাড়ি ই-পাসপোর্ট ব্যবস্থা চালু হতে চলেছে। পশ্চিমবঙ্গ সিকিম ত্রিপুরা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অধিকর্তা আশিস মিদ্ধ্যা জানিয়েছেন, ২০০৮ সালে পাইলট প্রজেক্ট এর আওতায় কিছু সংখ্যক ই পাসপোর্ট জারি করা হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে ওই প্রকল্প গতি পায়নি। সাম্প্রতিকালে আধুনিক পরিকাঠামো এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে সেই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বিদেশ মন্ত্রক খুব তাড়াতাড়ি সারাদেশে ই পাসপোর্ট ব্যবস্থা চালু করতে চলেছে।

ডিজি লকার চালু করে, পাসপোর্ট সেবা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে পাসপোর্ট এর ক্রমবর্ধমান আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে তিনি জানান। আঞ্চলিক পাসপোর্ট অধিকর্তা জানিয়েছেন, গত বছরে কলকাতার আঞ্চলিক পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে ৬ লাখের কাছাকাছি নতুন পাসপোর্ট জারি করা হয়েছে। চলতি বছরে ওই সংখ্যা ৬ লাখের গণ্ডি অতিক্রম করতে পারে। তিনি বলেন, কোভিড অতিমানের কারণে নতুন পাসপোর্ট আবেদন এবং জারি করার সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু বর্তমানে দৈনিক প্রায় তিন হাজার পাসপোর্টের আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।