এই মুহূর্তে জেলা

সাউন্ড চোঙ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক কর্মীর মৃত্যু।


হাওড়া, ২ মে:- পুজোর জন্য সাউন্ড চোঙ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়ার ডোমজুড়ের ঝাপড়দহে ইলেকট্রিক কর্মীর মর্মান্তিক মৃত্যু। জানা গেছে, এলাকায় শীতলা মায়ের গানের অনুষ্ঠানের জন্য একটি বাড়ির ছাদে মাইক ফিট করার সময় দুর্ঘটনাবশত সেই চোঙ বিদ্যুৎবাহী তারের ওপর পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

সুব্রত দাস নামের ওই যুবক দোতালার ছাদ থেকে নিচে পড়ে যান। এরপর তাঁকে ডোমজুড়ের স্থানীয় হাসপাতালে নিয়ে এলে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।