মালদা, ২৮ এপ্রিল:- মুখ্যমন্ত্রী হাই হাই, পুলিশ মন্ত্রী হাইহাই, ন্যায় বিচার না পেলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই! এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হলেন বিজেপি কর্মীরা। শুক্রবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধ সফল করতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে মালদহের চাঁচলের জিয়াগাছি ৮১ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ করে বিক্ষোভের শামিল হলেন বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বের পথ অবরোধের জেরে ব্যাহত হয় যান চলাচল, হয়রানির শিকার হন যাত্রীরা। উল্লেখ্য, কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে গুলি করে যুবককে খুনের অভিযোগ। প্রতিবাদে আজ উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ। শুক্রবার উত্তরবঙ্গের আটটি জেলার পাশাপাশি মালদার চাঁচলে বনধের মিশ্র প্রভাবের ছবি ধরা পড়লেও সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খুলতে শুরু করে দোকানপাট।
যদিও এদিন বিজেপির ডাকা বনধে বেসরকারি বাস পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ থাকায় রীতিমতো হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। এদিন সকালে চাঁচলের কাজী নজরুল বাসস্ট্যান্ডে বাস ধরতে এসে বিপাকে পড়েন যাত্রীরা। বেসরকারি বাস রাস্তায় চলাচল না করায়, কার্যত হয়রানির শিকার হন যাত্রীরা। অন্যদিকে ১২ ঘণ্টার বনধ সফল করতে মালদহের মালতিপুরের জিয়াগাছি ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে দেখা যায় বিজেপি নেতৃত্বেকে। জাতীয় সড়কে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের পথ অবরোধের জেড়ে আটকে পড়ে ছোট বড় সমস্ত যানবাহন। চরম হয়রানির শিকার হন যাত্রীরা। প্রায় দীর্ঘ ঘন্টা তিনের ধরে পথ অবরোধ করে চলে বিজেপি কর্মীদের বিক্ষোভ। পথ অবরোধের মধ্যে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন বিজেপি নেতৃত্ব। বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন, মালতিপুর ১৮ নং জেলা পরিষদের সভাপতি ব্রহ্মপদ মন্ডল, মালদা উত্তরের বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র মন্ডল।