এই মুহূর্তে কলকাতা

১১০ টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির অনুমোদন রাজ্যের।

কলকাতা, ২৫ এপ্রিল:- রাজ্য সরকার বিভিন্ন স্বাস্হ্য প্রকল্পের সুবিধা তৃণমূল স্তরে পৌঁছে দিতে ১১০ টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির অনুমোদন দিয়েছে। একই সঙ্গে রোগীদের স্বাস্থ্য পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য বিভিন্ন জেলায় ধাপে ধাপে ১৬৫ টি কমন কালেকশন সেন্টার ও তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্যের গ্রামীন এলাকা ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামোর মান উন্নয়নে স্বাস্থ্য দফতর ৩২ কোটি টাকা বরাদ্দ করেছে। ওই টাকাতেই নতুন সুস্বাস্থ্য কেন্দ্র এবং কমন কালেকশন সেন্টার গুলি তৈরি করা হবে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে ইতিমধ্যেই রাজ্যের ১১৪ টি উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে পাঁচ কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এই টাকায় ওই উপস্বাস্থ্য কেন্দ্রগুলিকে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বিশিষ্ট সুস্বাস্থ্যকেন্দ্র বা হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার হিসেবে গড়ে তোলার কাজ হচ্ছে। এই সুস্বাস্থ্য কেন্দ্রগুলি কে ই ক্লিনিক হিসেবে গড়ে তোলা হচ্ছে।

যেখানে টেলি মেডিসিন পরিষেবার মাধ্যমে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য রোগের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন সাধারণ মানুষ। রাজ্যজুড়ে তৈরি হওয়া, ৬৮ টি টেলিমেডিসিন হাবের মাধ্যমে ৭০০ জনেরও বেশি চিকিৎসক গ্রামীণ এলাকার মানুষদের এই দৈনন্দিন স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন। জেনারেল মেডিসিন, প্রসূতি রোগবিদ্যা, শিশুরোগ, চর্মরোগ, চক্ষুরোগ, মানসিক রোগ, নাক-কান-গলার চিকিৎসার ক্ষেত্রে টেলিমেডিসিন পরিষেবা আগেই শুরু হয়েছিল। চলতি বছরের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত ক্যান্সারের মতো রোগের চিকিৎসা এবং স্নায়ুরোগের চিকিৎসার ব্যবস্থাও স্বাস্থ্যভবন করে দিয়েছে। তাতে মানুষ যেমন উপকৃত হয়েছেন, তেমনই বেড়েছে টেলি মেডিসিনের চাহিদা। এবার চালু হচ্ছে পেটের রোগের চিকিৎসা। বাংলার কোটি কোটি মানুষ পেটের নানা সমস্যায় ভোগেন। এবার তাঁরা এই সমস্যার হাত থেকেও মুক্তি পাবেন। রাজ্যের অন্যতম বিশিষ্ট চিকিৎসা কেন্দ্র এসএসকেএম হাসপাতালের মাধ্যমে বাংলার মানুষকে ওই পরিষেবা দেওয়া হবে।