কলকাতা, ২৪ এপ্রিল:- পশু-পাখিদের দত্তক দিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা ২০২২-২৩ আর্থিক বছরে ২০ লক্ষ টাকার বেশি আয় করেছে। এই সময়ে মোট ৮৯ টি প্রাণীকে দত্তক নেওয়া হয়েছে। যার মধ্যে ১৮ টি প্রাণীকে মাসিক ভিত্তিতে এবং ৭১ টি প্রাণীকে বাত্সরিক হিসাবে দত্তক নেওয়া হয়েছে। ২০২১-২২ আর্থিক বছরে পশু-পাখি এই খাতে আয় ছিল ১৩ লক্ষ ৬২হাজার টাকার কিছু বেশি। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা তাপস দাস জানিয়েছেন চিড়িয়াখানার প্রাণীদের দত্তক নেওয়ার ব্যপারে মানুষের সচেতনতা ও আগ্রহ বাড়াতে নিয়মিত প্রচার চালানো হচ্ছে। সংশ্লিষ্ট প্রাণীর খাঁচায় বা এনক্লোজারে দত্তক গ্রহণকারীর ছবি দেওয়া হচ্ছে।
এই সমস্ত উদ্যোগ গ্রহণের ফলে ব্যক্তিবিশেষের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাও পশু-পাখিদের দত্তক নিতে এগিয়ে আসছে। যেমন কলকাতার স্কটিশ চার্চ কলেজ বাত্সরিক ৩০ হাজার টাকার বিনিময়ে একটি মেছো বেড়ালকে দত্তক নিয়েছে। দিল্লি পাবলিক স্কুল ১০ হাজার টাকায় দত্তক নিয়েছে একটি স্পটেড ডিয়ার। চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ সাদা বাঘ রাজাকে ২ লক্ষ টাকায় দত্তক নিয়েছে স্টেট ব্যাঙ্ক। এক লক্ষ টাকায় গণ্ডার জলদাপ্রসাদকে দত্তক নিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। উল্লেখ্য চিড়িয়াখানার আবাসিক পশু-পাখিদের লালন পালনের দৈনন্দিন বিপুল খরচ সামাল দিতে এবং সাধারণ মানুষের সঙ্গে এদের সংযোগ বাড়াতে ২০১৩ সালে আলিপুর চিড়িয়াখানা দত্তক কর্মসূচি চালু করে।