হুগলি, ২৪ এপ্রিল:- বাড়তে থাকা তাপপ্রবাহের হাত থেকে বাঁচতে গাছ লাগানোর আর্জি জানাল অ্যাথেলিটরা। রবিবার অক্ষয় তৃতীয়ার দিন সকালে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে অ্যাথেলেটিক্স ফরম ফ্রীডমের কর্মীরা। স্টেডিয়াম মাঠের উত্তরদিকে শিশু, কদম, তেজপাতা গাছের চারা বসানো হয়। ওই কর্মসূচিতে হাজির ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁই, শ্রীরামপুরের পুরপ্রধান গিরীধারী শাহ, কাউন্সিলর অসীম পণ্ডিত, সন্তোষ কুমার সিং, শ্রীরামপুর চক্ষু ব্যঙ্কের কর্মী সিদাম সাহা। এবিষয়ে উদ্যোক্তা গোপাল রায় বলেন,গাছের সংখ্যা কমে যাওয়ার কারণে গরম বাড়ছে। আমরা যাঁরা মাঠে অনুশীলন করি সেই মাঠের চারপাশে গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ। আগামী দিনে আমরা রাস্তা ঘাটে বৃক্ষরোপণ ও গাছ বাঁচানোর আবেদন জানিয়ে কর্মসূচি নেব।