কলকাতা, ২৩ এপ্রিল:- রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ২ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সেইসঙ্গে বেলেঘাটা আইডি হাসপাতালে গত ৩ দিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বেলেঘাটা আইডি-তে বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ এবং সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধ মারা গিয়েছেন। বেলেঘাটা আইডি-তে এখন ১৬ জন রোগী ভর্তি রয়েছেন।
এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। বিভিন্ন হাসপাতালে ৬০ জনের বেশি রোগী ভর্তি রয়েছেন। তবে গোটা দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১১২ জন। গতকাল তা ১২ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৮০৬-এ।