এই মুহূর্তে কলকাতা

সাম্প্রতিক তাপপ্রবাহে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় মন্ত্রকের চিঠি রাজ্যেকে।

কলকাতা, ১৮ এপ্রিল:- দেশের বিভিন্ন অংশে সাম্প্রতিক তাপপ্রবাহ জনিত পরিস্থিতিতে শ্রমিকদের সুরক্ষা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক রাজ্যগুলিকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় শ্রম সচিব শ্রীমতি আরতি আহুজা রাজ্যের মুখ্য সচিব কে লেখা ওই চিঠিতে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের সুরক্ষিত রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন।

রাজ্য সরকার যাতে বেসরকারি সংস্থা নির্মাণ কোম্পানি ও শিল্প গুলিকে এ ব্যাপারে নির্দেশ দেন তার অনুরোধ জানানো হয়েছে। কাজের সময়ের পরিবর্তন, কাজের জায়গায় পর্যাপ্ত পানীয় জলের যোগান বজায় রাখা, আইসপ্যাক সহ বিভিন্ন সরঞ্জাম মজুদ রাখার কথা বলা হয়েছে। শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে ওই চিঠিতে। নির্মাণ শ্রমিক ইটভাটার কর্মী এবং খনি শ্রমিকদের জন্য সুরক্ষা ও স্বাচ্ছন্দের বিশেষ ব্যবস্থা করতে কেন্দ্রীয় শ্রমসচিব চিঠিতে অনুরোধ জানিয়েছেন।