উঃ২৪পরগনা, ১৫ এপ্রিল:- আজ বাংলার শুভ নববর্ষ আজকের থেকে শুরু হলো বাংলার নতুন বছরের পথ চলা কোরোনার জন্য দু’বছর মানুষ ঘরবন্দী ছিলেন সেই ভাবে মা ভবতারিনীর মন্দিরে আসতে পারেননি। বাংলা বছরের প্রথম দিন ব্যবসায়ীরা তাদের গণেশ লক্ষ্মী খাতা পুজো দিয়ে শুরু করে ব্যবসার নতুন বছরের কাজ।
একদিকে নববর্ষের প্রথম দিনে গণেশ লোক কি খাতা পুজো এবং তার পাশাপাশি সাধারণ মানুষ মন্দিরে পূজো দিয়ে নতুন বছরের শুভ কামনা করে নতুন বছর সুন্দর হোক ভালো হোক। কয়েক লক্ষ মানুষ এই মা ভবতারিনী মন্দিরে আসেন অন্ধকার থাকতেই মানুষ লাইন দেয় পুজো দেবার জন্য ডালা নিয়ে সেই লাইন চলে যায় রাস্তাতে এবছরের অস্বাভাবিক গরমে বছরের শুরুতেই যেভাবে গরম পড়েছে তার মধ্যেও মানুষ লাইন দিয়ে মা ভবতারিনীর কাছে প্রার্থনা করছেন নতুন বছর ভালো কাটুক ভালো থাকুক ভালো হোক।
পাশাপাশি আজ পয়লা বৈশাখ বাংলা নতুন বছরের শুরু দক্ষিণেশ্বরের পাশাপাশি আদ্যাপীঠ এই নতুন বছরে মানুষ খাতা পুজো দিয়ে শুরু করছে ব্যবসার নতুন বছরে সকাল থেকেই আদ্যাপীঠ মন্দিরে মানুষের দীর্ঘ লাইন।