হাওড়া, ৭ এপ্রিল:- হাওড়ার রানীহাটির গতকালের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার দুপুরে ঘটনাস্থলে এসে তিনি ক্ষতিগ্রস্ত ৬৯ জন ব্যবসায়ীর হাতে কয়েক হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখানে বীভৎস আগুন হয়েছে। এদের নোটিশ দিয়েছে কিছুদিনের মধ্যে উঠে যেতে হবে বলে। এর পিছনে ঠিকাদার রয়েছে। সরকারের উচিত আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে সাহায্য দেওয়া। এই আগুনের পিছনে অঅন্তর্ঘাতের ঘটনাও থাকতে পারে।
আর এত বড় ঘটনার পর একটা রাজনৈতিক দলকেই বা ছুটে আসতে হবে কেন? যারা এখানের ক্ষমতায় আছেন সেই বিডিও বা ডিএম সব ঘুমোচ্ছেন নাকি? আমরা আসবো শুনে ওরা একটা দরখাস্ত লিখিয়ে একটা করে ত্রিপল দিয়েছে। সেটার ক্ষেত্রেও বৈষম্য ওরা করতে পারে। ওদের কাজ ওরা করেনি। আমরা সেটা করলাম। এরপর লজ্জায় যদি বিকেলে এসে ওরা কিছু করে।” প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে সাঁকরাইলের রানীহাটি নাবঘরা বাজারে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে যায় প্রায় শতাধিক অস্থায়ী ঝুপড়ি দোকান। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল ৪টে ১০ মিনিট নাগাদ ১৬ নং জাতীয় সড়কের কোলাঘাটমুখী লেনের পাশে নাবঘরা বাজারে অস্থায়ী ঝুপড়ি দোকানে আগুন লাগে। ব্যবসায়ীদের মতে আগুনে কয়েক লক্ষ টাকার সবজি, মাছ ও ফল নষ্ট হয়ে যায়।