এই মুহূর্তে কলকাতা

বাংলাকে আর্থিক অবরোধের প্রতিবাদে দিল্লি গিয়ে বিক্ষোভের হুঁশিয়ারি মমতার।

কলকাতা, ৩০ মার্চ:- ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্য সরকারের প্রাপ্য বকেয়া না মিটিয়ে দিলে সাধারণ মানুষ দিল্লি সরকার বদলে দেবে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় দুদিনের ধর্না অবস্থান কর্মসূচির শেষে তিনি বলেন ভিক্ষা নয় তার দাবি রাজ্যের প্রাপ্য টাকা। যে টাকা কেন্দ্রীয় সরকার জিএসটি বাবদ বাংলা থেকে তুলে নিয়ে যাচ্ছে কিন্তু রাজ্যকে তার প্রাপ্য দিচ্ছেনা। কেন্দ্রের এই আচরণের প্রতিবাদে তিনি আন্দোলন চালিয়ে যাবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রয়োজনে আগামী দিন দিল্লিতে অন্যান্য দলের সঙ্গে জোট বেঁধে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার তিনি হুঁশিয়ারি দেন। মুখ্যমন্ত্রী বলেন একশ দিনের কাজে শ্রমিকদের প্রাপ্য সাত দিনের মধ্যে দিয়ে দেওয়া আইনত বাধ্যতামূলক। কিন্তু কেন্দ্রীয় সরকার এ বছরেও ওই প্রকল্পে বাংলাকে কোন টাকা দেয়নি।

রাজ্যের বিরুদ্ধে এভাবে অর্থনৈতিক অবরোধ চালিয়ে গেলে রাজ্য বিজেপি নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অবরোধ গড়ে তোলা হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,”মঞ্চে যারা অংশগ্রহণ করেছেন তাদের ধন্যবাদ। ২ দিন ধরে এই ধরনা চলছে। আমি এর আগে অনেকবার ধরনা করেছি। সিপিএম আমাকে হারাতে পারিনি। তিন বার বিধানসভায় জিতেছি। ১০ বার জনপ্রতিনিধি হিসাবে জিতেছি। নানা দফতরের মন্ত্রীত্ব সামলেছি৷”তিনি আরও বলেন,”যদি কেউ ওদের কথা না শোনে তা হলে তার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি, ক্যাগ যায়। আমি যাদবপুরের এমপি প্রথমবার। তারপর সাত বার এমপি হয়েছি। আমার নাক, চোখ, কান খুব সেনসিটিভ। যে কোনও গন্ধ আমি আগে পাই। আমি যখন রাস্তায় যাই, শুধু গাড়ি নয়। আলো, রাস্তা, সব দেখি। কলকাতা এমনি এমনি কলকাতা হয়নি।”