হাওড়া, ৩০ মার্চ:- রামনবমীর অনুষ্ঠানে হাওড়ায় এসে মুখ্যমন্ত্রীর হিন্দুত্ববাদ নিয়ে আক্রমণ দিলীপের। দিলীপ ঘোষ উচ্ছৃঙ্খল লিডার বলে পাল্টা কটাক্ষ অরূপের। মুখ্যমন্ত্রী কতটা হিন্দুত্ববাদী তা বোঝা যায় তার সিদ্ধান্তে। বৃহস্পতিবার হাওড়ায় এক রামনবমী কর্মসূচিতে যোগ দিয়ে এমনই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত এবার রামনবমীতে রাজনৈতিক তরজা অব্যাহত বঙ্গ রাজনীতিতে। এদিন মধ্য হাওড়ার রাম সেনানীর পক্ষ থেকে এক মিছিলে অংশ নিতে আসেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।
মিছিল শেষে ঐতিহ্যবাহী হাওড়া রামরাজাতলার রাম মন্দিরে পুজো দেন তিনি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি। তিনি বলেন, গোটা দেশে যেখানে ঐতিহ্যবাহী রামনবমী পালন করা হয় সেখানে মুখ্যমন্ত্রী এরাজ্যে রামনবমীর জন্য ছুটি ঘোষণা করেন না। এর থেকেই বোঝা যায় তিনি কতটা হিন্দুত্ববাদী। এদিকে, দিলীপ ঘোষের এই মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, দিলীপ ঘোষ একজন উচ্ছৃঙ্খল লিডার। তাঁর মন্তব্যের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করিনা।