এই মুহূর্তে কলকাতা

এবার দুয়ারের সরকার শিবির এই বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ।

কলকাতা, ২৩ মার্চ:- এবার দুয়ারে সরকার শিবিরেই রাজ্যের চোখের আলো কর্মসূচির আওতায় বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ মিলবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর প্রত্যেক জেলার জেলাশাসক, সিএমওএইচদের চিঠি দিয়ে শিবিরগুলোতে চক্ষু পরীক্ষার উপযুক্ত বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। শিবিরে গিয়ে চক্ষু পরীক্ষার জন্য কেউ আবেদন করলে তিন দিনের মধ্যে আবেদনকারী যাতে চক্ষু পরীক্ষা করতে পারেন তা শিবির থেকেই ব্যবস্থা করে দিতে হবে।

৪৫ বছরের কম এবং ৪৫ বছরের বেশি বয়েসীদের জন্য আলাদা ভাবে চক্ষু পরীক্ষার আয়োজন করতে বলা হয়েছে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এই চক্ষু পরীক্ষার জন্য আবেদন করা যাবে। পাশাপাশি, জানা গিয়েছে, এই শিবিরে নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডে নাম নথিভুক্ত বা কারও নাম কার্ডের অন্তর্ভুক্ত করারও ব্যবস্থা থাকবে। এমন বহু মানুষ রয়েছেন, যাঁদের নাম স্বাস্থ্যসাথী কার্ডে নথিভুক্ত রয়েছে, অথচ তাঁদের স্মার্ট কার্ড নেই। এই শিবির থেকে তাঁদের স্মার্টকার্ডের ব্যবস্থাও করা হবে বলে সূত্রের খবর।