এই মুহূর্তে কলকাতা

ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হচ্ছে ১লা এপ্রিল থেকে।

কলকাতা, ১৮ মার্চ:- রাজ্যের ১৮ থেকে ৪৫ বছর বয়সী যুবক যুবতীদের ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিতে রাজ্য সরকারের নতুন প্রকল্প ভবিষ্যত ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে রাজ্যে ফের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে। ওই সব শিবির থেকেই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানানো যাবে বলে প্রশাসনুিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য ২০২৩-২৪ আর্থিক বছরের রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চালুর কথা ঘোষণা করেন। ১৮-৪৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই কার্ডের মধ্যমে ব্যবসা করার জন্য ঋণের আবেদন জানাতে পারবেন।

পাশাপাশি ৩১ থেকে ৪৫ বছর বয়সী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতি, ছোট ব্যবসায়ী, ট্রেডিং, ম্যানুফ্যাকচারিং, সার্ভিসিং ও পণ্য সররবরাহ ব্যবসায়ীরাও নিজেদের ব্যবসা বাড়াতে এই কার্ডের মাধ্যমে ক্ষণের জন্য আবেদন জানাতে পারবেন। সেই আবেদন গৃহীত হলে আবেদনকারীরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টির সঙ্গে সঙ্গে সেই ঋণের ওপর রাজ্য সরকার প্রত্যেক ঋণগ্রহীতাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করবে। রাজ্য বাজেটে এই প্রকল্পে মোট ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন নেওয়া হবে ১০ এপ্রিল পর্যন্ত। তারপর আবেদন খতিয়ে দেখে ৩ মাসের মধ্যে আবেদনকারীকে ঋণ প্রদান করা হবে। এই ঋণ পেলে রাজ্যের কয়েক লক্ষ্য বেকার যুবক-যুবতী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগপতি তথা ব্যবসায়ীরা লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।