এই মুহূর্তে জেলা

ফের কুমিরের আতঙ্ক ভাগীরথী নদীতে।

নদীয়া, ১৬ মার্চ:- ফের মৎস্যজীবীদের নজরে এলো কুমির। নদীয়ার শান্তিপুর ফুলিয়া মালিপোতা ঘাট সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে হঠাৎই মৎস্যজীবীরা দেখতে পান কুমির। জাল ফেলে পালিয়ে আসেন মৎস্যজীবীরা। জানা যায় মৎস্যজীবীরা জাল ফেলতে গিয়েছিলেন ভাগীরথীতে, তখনই তাদের নজরে আসে কুমির।

যার ফলে আতঙ্কে অনেকেই আর যায়নি মাছ ধরতে। মৎস্যজীবীদের দাবি গত বছর এই সময়ে ভাগীরথীর পার্শ্ববর্তী এলাকাতে দেখা গিয়েছে কুমির। ফের নজরে আশায় আতঙ্কে রয়েছেন মৎস্যজীবীরা। তবে এই ঘটনায় খবর দেওয়া হয়েছে বনদপ্তরকে। আজ সকাল থেকেও কুমিরের আতঙ্কেই ভাগীরথীতে মাছধরা বন্ধ রেখেছে মৎস্যজীবীরা।