এই মুহূর্তে কলকাতা

রাজ্য সরকারের চাকরি করে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যায় না, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৪ মার্চ:- রাজ্য সরকারি চাকরি করে কেন্দ্রীয় সরকারি হারে ডিএ পাওয়া যায় না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীদের স্পষ্ট বার্তা দিয়ে সোমবার তিনি আবারও জানিয়েছেন, বর্তমানে তারা যে হারে ডিএ পাচ্ছেন তার বেশি হারে দেওয়া আপাতত পরিস্থিতিতে সম্ভব নয়। কারণ রাজ্য আর্থিক সংকটের মধ্যে রয়েছে। আলিপুর জজ কোর্টে আজ ঋষি অরবিন্দের জন্মের সার্ধশতবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্যের বেতন কাঠামোর বরাবরই ফারাক রয়েছে। কেন্দ্রীয় স্কুলের মাইনে একরকম, রাজ্যের স্কুলের মাইনে আর এক রকম। তাঁর কথায়, এর পরেও আমরা কিন্তু ডিএ দিয়েছি।

ষষ্ঠ বেতন কমিশনের সমস্ত সুপারিশ মেনে নিয়েছি। এ ব্যাপারে বলতে গিয়ে বাম জমানার সঙ্গে তুলনাও টেনেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আগে রাজ্য সরকারি কর্মচারীরা যথাসময়ে বেতন বা পেনশন পেতেন না। পনেরো দিন এক মাস সময় লেগে যেত। এখন সে পরিস্থিতি নেই। মাসের ১ তারিখে মাইনে হয়। যে সরকার নিজে থেকেই এত মানবিক তাকে আর কী বলা যেতে পারে! মুখ্যমন্ত্রী এদিনও বোঝাতে চান যে কেন্দ্র আর্থিক অবরোধ করায় রাজ্য সংকটে রয়েছে। তিনি বলেন, একশ দিনের কাজ প্রকল্পে ৭ হাজার কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। রাস্তার টাকা, আবাস যোজনার টাকাও কেন্দ্র দিচ্ছে না। ফলে রাজ্যকেই পেনশন, স্বাস্থ্য বিমা প্রকল্প, খাদ্যসাথী প্রকল্পের মতো সামাজিক সুরক্ষা খাতে খরচ বহন করতে হচ্ছে। একা একটা সরকারের পক্ষে এর চেয়ে বেশি আর সম্ভব নয়।