হুগলি, ১৪ মার্চ:- চুঁচুড়া আদালতের আইনজীবী মলয় মজুমদারকে দুজন মহিলা জুতো পেটা করছেন চুঁচুড়া থানার সামনে এমন একটি ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়েছে আইনজীবী মহলে। মলয় মজুমদার চুঁচুড়া আদালতের আইনজীবী। তাকে কেন মারধর করা? আইনজীবীর বাড়িতর ভারাটে এক মহিলার অভিযোগ তার সঙ্গে দুর্ব্যবহার করেন, কুপ্রস্তাব দেন আইনজীবীর অপর এক ভারাটে। বিষয়টি আইনজীবীকে জানালে তিনি মিটিয়ে দেবেন বলেন। কিন্তু দিনের পর দিন একই ঘটনা চলতেই থাকে। ভাড়াটে মহিলার অভিযোগ তাকে মারধোর তার দোকানে ঢুকে হুমকি দেওয়া হয়। গত দু বছর ধরে মেয়েকে নিয়ে ভাড়া রয়েছেন তিনি। দিনের পর দিন হেনস্তার শিকার হয়ে পুলিশে অভিযোগ জানানো চেষ্টা করলে এই ঘটনায় কোনো অভিযোগ পুলিশে করতে গিয়ে লাভ হবে না বলে আইনজীবী মহিলাকে জানিয়ে দেয়।
দুই ভাড়াটের বিবাদ মিটিয়ে দেওয়া কথা বলেও তা করেননি উল্টে অভিযুক্ত ভাড়াটের পক্ষ নিয়ে আইনজীবী হুমকি দেন। এর পর মহিলা থানায় অভিযোগ করতে গেলে থানার সামনে আইনজীবীকে দেখে তাদের মধ্যে বচসা শুরু হয়। ভাড়াটে মহিলা ও তার মা জুতো দিয়ে মারতে থাকে। আইনজীবী মলয় মজুমদারের দাবী, তিনি ওই মহিলার কাছে গান শেখেন।দুজন ভাড়াটের মধ্যে ঝগড়া ছিল তিনি সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন।অভিযোগ মিথ্যা। মহিলার মানসিক সমস্যা আছে বলেও দাবী তার। চুঁচুড়া থানায় আজ মহিলা একটি অভিযোগ দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।