হাওড়া, ১০ মার্চ:- সংগ্রামী যৌথ মঞ্চের কলকাতায় সমাবেশ এবং বাম ছাত্র সংগঠনের বিধানসভা অভিযান আজ। ভোগান্তির আশঙ্কা, হাওড়ায় সকাল থেকেই তৎপর প্রশাসন। ডিএ এর দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজ রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় শহীদ মিনারে সমাবেশও রয়েছে তাদের। সমাবেশে যোগ দিতে হাওড়া থেকেও রওনা হবে মিছিল। ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে হাওড়ায় মিছিল আসা শুরু হয়েছে। সেখান থেকে মিছিল রওনা হবে কলকাতার উদ্দেশ্যে।
অন্যদিকে, রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ঠিক আগেই আজ কলকাতায় এসএফআইয়ের বিধানসভা অভিযান ঘিরেও উত্তেজনার পারদ চড়ছে। আজ হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি মিছিল রওনা হবে। মিছিল আটকাতে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। পরীক্ষার এই মরশুমে এসএফআইয়ের এই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। পুলিশের অনুমতি না থাকলেও মিছিল করতে অনড় রয়েছে এসএফআই। তাদের হুঁশিয়ারি আজ বিধানসভা অভিযান হবেই। জানা গেছে, আজ দুপুর ২টোর সময় হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে দুটি মিছিল বের হবে। পুলিশ ব্যারিকেড করে এই মিছিল আটকাবে। তারই প্রস্তুতি চলছে।